জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদযাপনের মধ্যে নিজেদের প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তি উদযাপন করল বাংলাদেশ সেনাবাহিনী।
সুবর্ণজয়ন্তীর দিনটি স্মরণীয় করে রাখতে শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এতে বলা হয়েছে, ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে সেনাবাহিনীর পথ চলা শুরু হয়।
সেনাবাহিনীর সুবর্ণজয়ন্তীতে ভিডিও বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরীসহ সরকারের মন্ত্রী এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রের সেনাপ্রধানরা।
এসব ভিডিওবার্তা অনুষ্ঠানটিকে আরও মহিমান্বিত করেছে বলে মনে করে সেনাবাহিনী।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও গণমাধ্যম ব্যক্তিত্ব, সেনাবাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ১১ হাজার অতিথি।
আইএসপিআর জানিয়েছে, আগামী দিনে পেশাগতভাবে আরও চৌকস একটি সেনাবাহিনী গড়ার ক্ষেত্রে এই অনুষ্ঠান সকলকে অনুপ্রাণিত করবে।