চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি দেবেন বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র।
আগামী ২০ ডিসেম্বর টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেবেন তারা।
শুক্রবার ঢাকার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা সাঁতার কেটে সফলতার সঙ্গে ফাইনাল রাউন্ডে উঠে বাংলা চ্যানেল পাড়ির জন্য মনোনীত হন এই তিন শিক্ষার্থী।
মনোনীত ছাত্ররা হলেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাহ উদ্দিন, একই বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের মোহাম্মদ সফিউল্লাহ ও পালি বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের উজ্জ্বল চাকমা।
বাংলা চ্যানেল পাড়ি দিতে মনোনীত হওয়া মোহাম্মদ সফিউল্লাহ নিউজবাংলাকে বলেন, ’চবি থেকে আমরা তিনজন ছিলাম। সকালে চার ঘণ্টা টানা সাঁতার কেটে আমরা তিনজনই বাংলা চ্যানেল পাড়ি দেয়ার জন্য মনোনীত হই। যারা চার ঘণ্টা সাঁতার কাটতে পারেনি তারা বাদ পড়েছে।’
তিনি বলেন, ’আমরা এখন রেজিস্ট্রেশন করব। এরপর ২০ ডিসেম্বর টেকনাফ শাহ পরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সাঁতার কেটে পাড়ি দেব। আমরা এখনও স্পন্সর পাইনি, ম্যানেজ করার চেষ্টা করছি। সবার কাছে দোয়া চাই।’