রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মো. হায়াতুল নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত গাড়িটিকে আটক করা যায়নি।
শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিকের এম ব্লকে এ ঘটনা ঘটে।
২৮ বছর বয়সী হায়াতুল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার তারাকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি রাজধানীর কুড়িলের মির্জাপুর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
হায়াতুল পেশায় প্রাইভেট কারচালক ছিলেন বলে জানিয়েছে তার ভায়রা জীবন মিয়া।
তিনি জানান, বিকেল ৪টার দিকে কর্মস্থল থেকে বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন হায়াতুল। পথে বসুন্ধরা আবাসিকের এম ব্লকের সামনে গেলে একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়।
জীবন মিয়া জানান, হায়াতুলকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানিয়েছেন, দুই ভাই ও দুই বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন হায়াতুল।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’