দিনাজপুরের বিরামপুরে বাল্যবিয়ের আসরে অভিযানে গেলে কিশোরীকে সরিয়ে ভাবিকে বধূবেশে বসিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
অভিযান চালিয়ে বাল্যবিয়ের ঘটনার সত্যতা পেয়ে কাজীকে কারাদণ্ড দেয়া হয়েছে; বরকে জরিমানা করা হয়েছে।
উপজেলার খানপুর ইউনিয়নের ন্যাটাশন গ্রামে বৃহস্পতিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার তথ্যগুলো নিউজবাংলাকে জানিয়েছেন।
তিনি বলেন, ‘ন্যাটাশন গ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বিয়ে দেয়া হচ্ছে খবর পেয়ে দ্রুত পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালাই। অভিযানের খবর পেয়ে বিয়ে বাড়ির সবাই পালিয়ে যায়। আমাদের বোকা বানাতে কনেকে সরিয়ে তার ভাবি বৌ সেজে বসে ছিলেন। তবে অভিযানের আগেই কাজী নিকাহ রেজিস্টারে খসড়া লেখা শেষ করেছিলেন।’
তিনি আরও বলেন, পরে কাজী কাজী রেহান রেজাকে ৬ মাসের কারাদণ্ড ও বর রুবেল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। কনের বাবাকে বাল্যবিয়ে না দেয়ার শর্তে মুচলেকা দেয়া হয়।