বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর্মসাগরে বড়শিতে ধরা পড়ল ৪৩ কেজির ব্ল্যাক কার্প

  •    
  • ৩ ডিসেম্বর, ২০২১ ০০:২৫

ব্যবসায়ী রিপন বলেন, ’বর্তমানে কুমিল্লা ধর্মসাগর দীঘিটি আমরা ৩০ জন অংশীদার মিলে লিজ নিয়ে মাছ চাষ করছি। প্রায় দিনই বড়শিতে মাছ ধরি। বৃহস্পতিবার বিকেলে দীঘিতে ছিপ ফেলি। রাত সোয়া ৮টার দিকে মাছটি বড়শিতে আটকায়। তবে ৪৩ কেজি ওজনের মাছটি পাড়ে তুলতে ৪৫ মিনিট সময় লাগে।’

কুমিল্লায় ধর্মসাগর দীঘিতে এক ব্যবসায়ীর বড়শিতে ধরা পড়েছে ৪৩ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প মাছ।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাহিদুল্লাহ রিপন নামের ব্যবসায়ীর বড়শিতে এ মাছ ধরা পড়ে।

মাছ ধরা পড়ার খবরে ভিড় করেন শতাধিক মানুষ। এত বড় ব্ল্যাক কার্প দেখতে ঘটনাস্থলে আসেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দীন বাহারও।

এমপি বাহার বলেন, ’কুমিল্লা শহরে অনেক দীঘি আছে। তবে সবচেয়ে বড় দীঘিটি হলো ধর্মসাগর। এমন বড় মাছ ধর্মসাগরেই সম্ভব। আমার ধারণা, এমন আরও বড় মাছ আছে ধর্মসাগরে।’

ব্যবসায়ী রিপন বলেন, ’বর্তমানে কুমিল্লা ধর্মসাগর দীঘিটি আমরা ৩০ জন অংশীদার মিলে লিজ নিয়ে মাছ চাষ করছি। প্রায় দিনই বড়শিতে মাছ ধরি। বৃহস্পতিবার বিকেলে দীঘিতে ছিপ ফেলি। রাত সোয়া ৮টার দিকে মাছটি বড়শিতে আটকায়। তবে ৪৩ কেজি ওজনের মাছটি পাড়ে তুলতে ৪৫ মিনিট সময় লাগে।’

রিপন বলেন, ’এত বড় মাছ আমি এর আগে দেখিনি। আজ নিজের বড়শিতে উঠেছে। খুব ভালো লাগছে।’

কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন বলেন, ’ব্ল্যাক কার্প মাছ আমাদের দেশের নদী ও পুকুরে হয়। বিশেষ করে যেসব পুকুর দীঘিতে শামুক-ঝিনুক বেশি থাকে সেখানে ব্ল্যাক কার্প মাছ বেশি হয়। ধর্মসাগর দীঘিতে প্রচুর শামুক-ঝিনুক থাকায় এখানে ব্ল্যাক কার্প হয়।’

এ বিভাগের আরো খবর