বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আ.লীগ পালানোর সুযোগ পাবে না: হাফিজ

  •    
  • ২ ডিসেম্বর, ২০২১ ১৯:৪৫

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে আজও আমরা ভীতসন্ত্রস্ত। কথা বলার স্বাধীনতা নেই। বাকস্বাধীনতা নেই। সব সময় ভয়ে থাকি কখন গুম হয়ে যাই। তা হলে কোথায় সে স্বাধীনতা।

আওয়ামী লীগের নেতা-কর্মী‌রা দেশ ছেড়ে পালানোর জন্য কানাডা, আমেরিকা ও মালয়েশিয়ায় বাড়ি বানিয়েছেন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এই সুযোগ তারা নাও পেতে পারেন।

বৃহস্প‌তিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ১৯৭১ সালে কেমন ছিল বাংলাদেশ? এই ঢাকা শহরে এখন আপনারা নিশ্চিন্তে চলাফেরা করছেন, তখন কি এভাবে চলাফেরা করতে পারতেন? তখন প্রতিনিয়ত ও চিন্তা করতে হতো; কখন যেন খুন হয়ে যাই, গুম হয়ে যাই। স্বাধীনতার ৫০ বছর পরে আজও আমরা ভীতসন্ত্রস্ত। কথা বলার স্বাধীনতা নেই। বাকস্বাধীনতা নেই। সব সময় ভয়ে থাকি কখন গুম হয়ে যাই। তা হলে কোথায় সে স্বাধীনতা।

তিনি বলেন, এই দেশ কি স্বাধীন হয়েছে আওয়ামী লীগের লুটপাটের জন্য? কানাডা, আমেরিকা, মালয়েশিয়ায় বেগমপাড়া বানিয়েছেন। তারা মুক্তিযুদ্ধের সময় পালিয়ে ছিলেন ভারতে আর এখন পালানোর জন্য কানাডা, আমেরিকা, মালয়েশিয়ায় বাড়ি বানিয়েছেন। পরিবার-পরিজন আগে পাঠিয়ে দিয়েছেন কোনো রকম বর্ডার পার হয়ে মাসির দেশে যেতে পারলে পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হতে পারবেন। এই সুযোগ নাও পেতে পারেন।

বিএনপির এ নেতা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিরা কখনও ভাবেওনি এ দেশের জনগণ প্রতিরোধ করতে পারবে। কিন্তু প্রতিরোধ করেছে। তেমনি এই নিশিরাতে সরকারের বিরুদ্ধে এ দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। পাকিস্তানিরা যেমন টিকতে পারেনি, তেমনি এই নিশিরাতের সরকারও টিকতে পারবে না।

‌হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এই সরকার স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার। এটা আমেরিকাও স্বীকৃতি দিয়েছে। ১১০টি দেশকে গণতন্ত্র সম্মেলনে আমেরিকা ডেকেছে, কিন্তু বাংলাদেশকে ডাকেনি। ভারতকে ডেকেছে; আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এখানে দুর্বল গণতন্ত্র দেশগুলোকে ডেকেছে। ভারত কি দুর্বল গণতন্ত্রের দেশ? ভারত নাকি আমাদের স্বামী, আমরা তাদের স্ত্রী। স্বামী দেবতা তো ক্ষিপ্ত হয়ে যাবে, এ ধরনের কথা বলবেন না। সুতরাং স্বৈরতন্ত্র চালিয়েছে, কিছুদিন চলবে, বেশি দিন চলবে না।

আওয়ামী লীগকে পুলিশ ছাড়া বিএনপির মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি কাজী আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, জাতীয়বাদী মুক্তিযুদ্ধ দলের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ বক্তব্য দেন।

এ বিভাগের আরো খবর