রাজশাহীতে আলাদা সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরীতে এবং সোয়া ৯টার দিকে জেলার গোদাগাড়ীতে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর এলাকার সাজু মিয়া, তার ১০ বছরের ছেলে আব্দুল্লাহ আল আলিফ এবং জেলার তানোর উপজেলার বিল্লী এলাকার পল্লীচিকিৎসক নাজমুল হক।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম নিউজবাংলাকে জানান, বৃহস্পতিবার সকালে ছেলে আব্দুল্লাহকে স্কুলে পৌঁছে দিতে মোটরসাইকেল নিয়ে বের হন সাজু মিয়া।
দেওপাড়া ইউনিয়নের বাঁশলীতলা এলাকায় বাইক থামিয়ে তারা অপেক্ষা করছিল। এ সময় বিআরটিসির একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
নিহত সাজু মিয়া দীপশিখা এনজিও গোদাগাড়ী বিজয়নগর শাখায় কর্মরত ছিলেন। তার ছেলে নিহত আব্দুল্লাহ আলিফ রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।
ওসি কামরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। আইনি পদক্ষেপ নেয়া হবে।
এই দুর্ঘটনার কিছুক্ষণ পর রাজশাহী নগরীর বিমান চত্বরের সামনে বাসচাপায় নাজমুল হক নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত নাজমুল তানোর উপজেলার বিল্লী বাজার এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীর বরাতে বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, নাজমুল বাইকে করে নওদাপাড়া থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। ওয়াসা অফিসের সামনে তার মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।