বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাঙ্গাইলে ক্লিনিক সিলগালা, জরিমানা

  •    
  • ১ ডিসেম্বর, ২০২১ ১৮:৫০

নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন বলেন, ‘বেসরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ তৈরি করতে আমাদের এ অভিযান। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত চিকিৎসক না থাকায় টাঙ্গাইলে একটি ক্লিনিককে সিলগালাসহ চারটি ক্লিনিককে জরিমানা করা হয়েছে।

জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন বুধবার দুপুরে শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন শামীম হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন বলেন, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, অস্বাস্থ্যকর পরিবেশ ও চিকিৎসক না থাকায় শহরের মেরিন নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানাসহ ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে। এ ছাড়া জয় ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা, পাইলট হাসপাতালকে ২০ হাজার টাকা ও ইউনাইডেট ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন বলেন, বেসরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ তৈরি করতে আমাদের এ অভিযান।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর