যশোর শহরে বর্ধিত সভায় যোগ দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাত যুবলীগ কর্মী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে।
শহরের মাইকপট্টি এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন।
আহতরা হলেন শহরের মুড়লী এলাকার মো. রাব্বি, আরএন রোড এলাকার মো. হ্যাপী, শহরতলির বিরামপুর এলাকার খাইরুল ইসলাম, সদর চুড়ামনকাটি এলাকার মো. আকিবুর, রুপদিয়া এলাকার শামীম হোসেন, ঝুমঝুমপুর গ্রামের মো. রাসেল ও হামিদপুর গ্রামের মো. টিটু।
তারা যশোর সদর উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
আহত টিটু জানান, তারা যশোর জেলা যুবলীগের বর্ধিত সভায় যোগ দিতে স্থানীয় নেতাদের সঙ্গে শহরে এসেছেন। বেলা দেড়টার দিকে সার্কিট হাউস থেকে কেন্দ্রীয় নেতাদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলে চিত্রা মোড়ের একটি আবাসিক হোটেলের দিকে যাচ্ছিলেন। পথে মাইকপট্টি এলাকায় একদল লোক পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
আশপাশের লোকজন তাকে নিয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানকার সার্জারি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড জানান, আহতদের মধ্যে খাইরুলের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা শঙ্কামুক্ত।
ঘটনার বিষয়ে জানতে সদর উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান আনোয়ারকে কল দেয়া হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
এএসপি বেলায়েত হোসেন জানান, ব্যক্তিগত রেষারেষির জের ধরে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির যোগ নেই।