বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় আভিযোগ গঠনের (চার্জ) বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে।
বুধবার কেরানীগঞ্জে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ এস এম রুহুল ইমরান আসামি পক্ষের সময় আবেদন গ্রহণ করে শুনানির জন্য ২০ জানুয়ারি নতুন তারিখ দেন।
মামলাটির অভিযোগ গঠনের শুনানির নির্ধরিত দিন ছিল বুধবার। তবে মামলার প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার।
পরে আদালত সময়ের আবেদন গ্রহণ করেন বলে নিশ্চিত করেন খালেদা জিয়ার আরেক আইনজীবী হান্নান ভূঁইয়া।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ঠিকাদার নিয়োগে অনিয়ম ও ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল আলম ১৩ জনকে আসামি করে শাহবাগ থানায় এই মামলা করেন। তাদের মধ্যে বিভিন্ন সময় ৬ আসামি মারা যান।