স্বাধীনতার ৫০ বছর পর চাঁদপুরে ১৯৭১ সালের গণহত্যা নিয়ে রচিত নাটক 'মধ্যরাতের মোলহেড' মঞ্চস্থ হয়েছে।
মঙ্গলবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরী নাট্যদল মোলহেডে নাটকটি পরিবেশন করে। এটি পৃষ্ঠপোষকতা করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। নাটকের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, মোলহেড চাঁদপুরের অনিন্দ্য সুন্দর একটি স্থান। কিন্তু মোলহেডে মুক্তিযুদ্ধকালীন অনেক ভয়াবহ স্মৃতি রয়েছে। মুক্তিযুদ্ধের সময় এই মোলহেডে নারীদের ওপর চালানো হতো অকথ্য নির্যাতন। সেই দুঃসহ স্মৃতি চাঁদপুরের অনেক পরিবার এখনও বহন করে চলেছে।
সারা দেশে অসংখ্য বদ্ধভূমি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু চাঁদপুরেই নয় সারা দেশে অসংখ্য বদ্ধভূমি রয়েছে। যেখানে বহু নির্যাতন হয়েছে। সেই মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। সঠিক ভবিষ্যৎ গড়তে সঠিক ইতিহাস জানা অত্যন্ত জরুরি।
তরুণ প্রজন্ম আজকের ইতিহাস জানা অত্যন্ত জরুরি বলেও মনে করেন শিক্ষামন্ত্রী।
দিপু মনি বলেন, 'আজকে বঙ্গবন্ধুর দেখানো পথে চলছি বিধায় আমরা উন্নয়নের শিখরে পৌঁছে গেছি। আজকে এই নাটকের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীভৎস স্মৃতিগুলো দেখানো হবে। যত বীভৎসই হোক না কেন এই ইতিহাস আমাদের জানা উচিত।'
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, গণহত্যার নাটক আরও কয়েকটি দেশে সীমিত আকারে মঞ্চায়িত হয়েছে। বাংলাদেশের ৬৪ জেলায় গণহত্যার পরিবেশ নিয়ে বদ্ধভূমির নাটক মঞ্চায়িত হচ্ছে, বিশ্ববাসী যখন শুনবে তখন মহিমান্বিত হবে।
এ ধরনের নাটক মঞ্চায়নের মাধ্যমে এ প্রজন্ম অপারেশন সার্চ লাইটের ভয়াবহতা জানতে পারবে বলেও মনে করেন তিনি।
১৯৭১ সালে চাঁদপুরের বড় স্টেশনে গণহত্যার বীভৎস ঘটনা প্রবাহ নিয়ে নাটকটি লিখেছেন চাঁদপুরের সৌম্য সালেক ও পীযুষ কান্তি বড়ুয়া। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় নাট্যকার শরীফ চৌধুরী।
গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনায় 'মধ্যরাতের মোলহেড' নাটকটিতে চাঁদপুরের অর্ধশত নাট্যশিল্পী অভিনয় করছেন।