বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আন্দোলনে তরুণদের পাশে চায় বিএনপি

  •    
  • ১ ডিসেম্বর, ২০২১ ০২:১৯

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তরুণদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ভূ-রাজনীতি উপলব্ধি করতে হবে। সীমান্তে হত্যা বন্ধে, ন্যায্য পানির হিস্যা, রোহিঙ্গাসহ বিভিন্ন সমস্যার সমাধানে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাতীয় স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ডের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে।’

জাতীয় স্বার্থে আন্দোলন-সংগ্রামে তরুণদের নেতৃত্ব দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার ওয়েবভিত্তিক এক সেমিনারে (ওয়েবিনার) তিনি এ আহ্বান জানান।

সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস এন্ড প্রসপারিটি সোসাইটি মঙ্গলবার সন্ধ্যায় আয়োজন করেছিল ‘জাতীয় স্বার্থ রক্ষায় তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক ওয়েবিনার। এটি সঞ্চালনা করেন ড. সাজ্জাদুল হক।

ওয়েবিনারে অংশ নিয়ে বিএনপি নেতা মঈন খান বলেন, ‘তরুণরাই জাতির ভবিষ্যৎ। বাংলাদেশকে বিশ্বের রোল মডেল হিসেবে গড়ে তুলতে হলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। জাতীয় স্বার্থরক্ষা, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ও মর্যাদা ফিরিয়ে আনতে নির্দলীয়, নিরপেক্ষ সরকার গঠনে জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করতে হবে। আর এ আন্দোলনে নেতৃত্ব দিতে তরুণদের এগিয়ে আসতে হবে।

‘গণতন্ত্রহীন বাংলাদেশে মানবাধিকার, সুশাসন এবং প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মনন এবং মেধাশীলতায় তরুণসমাজকে গড়ে তুলতে হবে। প্রবীণদের দায়িত্বশীল ভূমিকা তরুণদের সুগঠিত করতে সহায়তা করবে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তরুণদের জাতীয় ও আন্তর্জাতিকপর্যায়ের ভূ-রাজনীতি উপলব্ধি করতে হবে। সীমান্তে হত্যা বন্ধে, ন্যায্য পানির হিস্যা, রোহিঙ্গাসহ বিভিন্ন সমস্যার সমাধানে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাতীয় স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ডের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হতে হবে।’

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘বাংলাদেশের প্রায় ৬৬ ভাগের বেশি জনসংখ্যাই হলো তরুণ। তাদের জ্ঞানার্জন এবং আলাপ-আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ উপলব্ধি করার জন্য যোগ্য হয়ে গড়ে উঠতে হবে।'

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘নব্বইয়ের গণ-আন্দোলনে তরুণ সমাজের নেতৃত্ব ছিল, কিন্তু আজ তরুণ সমাজ গণতন্ত্রহীন, মানবিক মূল্যবোধহীন বাংলাদেশে সরকারদলীয় এবং পুলিশি নির্যাতনের কারণে যথাযথভাবে রাজনীতিতে ভূমিকা পালন করতে পারছে না।'

আলোচনায় অংশ নেন কর্নেল (অব.) আশরাফ আল দ্বীন, এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার শিমুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাবিলা চৌধুরীসহ অনেকে।

এ বিভাগের আরো খবর