বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামাইয়ের পর শ্বশুরের জয়

  •    
  • ১ ডিসেম্বর, ২০২১ ০২:০২

মনসুর আহমেদ বলেন, ‘জামাই পাস করার পর পরিবারের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল। রোববারের নির্বাচনে আমার বিজয়ে পরিবারে আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে।’

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শ্বশুর এবং নাসরিনগরে জামাই চেয়ারম্যান হলেন।

রোববার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মনসুর আহমেদ চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে ১১ নভেম্বর তার মেয়ের জামাই নাসির উদ্দিন নাসিরনগরের কুন্ডা ইউপি নির্বাচনে জয়ী হন।

জামাই-শ্বশুরের পর পর বিজয়ে দুই পরিবারে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

গত রোববার ইউপি নির্বাচনে সরাইলের ৯ ইউনিয়নের দুটিতে আওয়ামী লীগ, ছয়টিতে স্বতন্ত্র ও দুটিতে জাতীয় পার্টির প্রার্থী চেয়ারম্যান হন। এর মধ্যে নোয়াগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান বিএনপি নেতা মনসুর আহমেদ। তিনি চশমা প্রতীকে ৪ হাজার ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যদিকে নাসিরনগরের কুন্ডা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হন নাসির উদ্দিন। তিনি আনারস প্রতীকে ৫ হাজার ৯৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মনসুর আহমেদ বলেন, ‘জামাই পাস করার পর পরিবারের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল। রোববারের নির্বাচনে আমার বিজয়ে পরিবারে আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে।’

জামাই নাসির উদ্দিন বলেন, ‘আমার শ্বশুরের জয়ে আনন্দ অনেকটাই বেড়ে গেছে। চেষ্টা করব জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার।’

এ বিভাগের আরো খবর