বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রানওয়েতে গরু, অল্পে রক্ষা উড়োজাহাজ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ নভেম্বর, ২০২১ ২৩:০৫

কক্সবাজার বিমানবন্দরে নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক জানান, বিমানের ফ্লাইটটি উড্ডয়ন শুরুর করার দুই থেকে তিন সেকেন্ড পরই এর ডান পাশের পাখায় ধাক্কা লেগে ছিটকে পড়ে রানওয়েতে ঘুরতে থাকা গরু দুটি। সেখানেই সেগুলো মারা যায়। তবে বিমান সফলভাবেই উড্ডয়ন করে। 

কক্সবাজার বিমানবন্দরে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল উড়োজাহাজ। ফ্লাইটটি ওড়ার সময় রানওয়েতে ঢুকে পড়ে দুটি গরু। সেগুলোকে ধাক্কা দিয়েই যাত্রী নিয়ে আকাশে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশের হাওয়াই জাহাজটি।

উড়োজাহাজ ও এর যাত্রীরা নিরাপদে থাকলেও মারা গেছে সেই দুটি গরু। এ ঘটনা আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হতে যাওয়া এই স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাকে ফেলেছে প্রশ্নের মুখে।

মঙ্গলবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (ফ্লাইট নং- BG 434) রানওয়ের ১৭ নম্বর ডেল্টা পোস্টের সামনে দিয়ে উড্ডয়নের সময় এই দুর্ঘটনা হয়।

কক্সবাজার বিমানবন্দরে নিয়োজিত ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক রাত সাড়ে ১০ টার দিকে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানের ফ্লাইটটি উড্ডয়ন শুরুর করার দুই থেকে তিন সেকেন্ড পরই এর ডান পাশের পাখায় ধাক্কা লেগে ছিটকে পড়ে রানওয়েতে ঘুরতে থাকা গরু দুটি। সেখানেই সেগুলো মারা যায়। তবে বিমান ৯৪ যাত্রী নিয়ে সফলভাবেই উড্ডয়ন করে।

তিনি আরও জানান, গরু দুটির মালিক কে, কীভাবে রানওয়েতে ঢুকে পড়ল, তা জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিদর্শক ইন্সপেক্টর (ইউবি) মো. মনিরুজ্জামান ও সাব-ইন্সপেক্টর (ইউবি) মো. তাজউদ্দীন। তারা বিমানবন্দরের নিরাপত্তার ঘাটতি ছিল কি না সে বিষয়টির খোঁজখবর নেন।

এ বিভাগের আরো খবর