রাজধানীর রামপুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারানো স্কুলছাত্রকে দাফন করা হয়েছে তার নানাবাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
সরাইল উপজেলার হালুয়াপাড়ার শাহী মসজিদ কবরস্থানে বাদ এশা তাকে দাফন করা হয় বলে জানিয়েছেন নিহতের খালাতো ভাই খোরশেদ আলম।
উপজেলার পানিশ্বর গ্রামের আব্দুর রহমানের ছেলে মঈনুদ্দিন ইসলাম দুর্জয়। প্রায় দুই দশক আগে দুর্জয়ের বাবা গ্রাম ছেড়ে রাজধানীমুখী হন।
খোরশেদ জানান, তিন ভাইবোনের মধ্যে দুর্জয় ছিল সবার বড়। তার বাবা চায়ের দোকানি। আর ভাই মনির হোসেন ভাড়ায় গাড়ি চালান। পরিবারের সবার আদরের ছিল দুর্জয়।
দুর্জয়ের বড় খালা আফিয়া বেগম বলেন, ‘ওর খালাতো বোন ইউপি নির্বাচনে সদস্যপদে জয়ী হয়েছেন। পরীক্ষা শেষে বোনের বিজয় উদযাপনে তার নানাবাড়ি আসার কথা ছিল। কিন্তু সব আনন্দ মাটি হয়ে গেল।’
সোমবার রাতে রামপুরায় বাসচাপায় পিষ্ট হয় দুর্জয়। সে রাজধানীর একরামুন্নেসা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।