কুষ্টিয়ার দৌলতপুরে পাওনাদারকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার দায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম মঙ্গলবার দুপুরে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ড পাওয়া আসামি হলেন উপজেলার জামালপুর গ্রামের সাইদুর রহমান। মামলার আরেক আসামি একই উপজেলার জয়রামপুর গ্রামের ওমর আলীকে খালাস দেয়া হয়েছে।
সাইদুরের কাছে কিছু টাকা পাওনা ছিলেন জামালপুর গ্রামের ইমারুল ইসলাম। সেই টাকা চাইতে গেলে ২০১২ সালের ৯ আগস্ট বিকেলে বাঁশ দিয়ে পেটানো হয় ইমারুলকে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পরদিন ইমারুলের স্ত্রী আফরোজা খাতুন দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ১৭ নভেম্বর পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ৯ বছর পর আদালত এ রায় দেয়।