টানা ৫ ঘণ্টার বেশি সময় অবরোধ করে রাখার পর রাজধানীর রামপুরায় ডিআইটি সড়ক ছেড়েছেন শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বেলা ৩টার পর তারা সরে যান।
বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার বিচার ও নিরাপদ সড়ক দাবিতে সকাল ১০টায় রামপুরা থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা তাদের দাবিগুলো জানিয়ে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি ওই সময় সড়কের সংশ্লিষ্ট অংশে চলাচলরত সব যানবাহন ও চালকের লাইসেন্স যাচাই করেন।
৫ ঘণ্টার বেশি পর শিক্ষার্থীরা সড়ক ছেড়েছেন বলে জানিয়েছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
অন্যদিকে ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থান নেয়া শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শেষ করেছেন পৌনে ৩টার দিকে। তারা দুপুর ১২টার দিকে আন্দোলন শুরু করেছিলেন।
মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন শেষ হয়েছে। এখন যান চলাচল স্বাভবিক করতে কাজ করছে পুলিশ।’
এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি শেষ হলেও রামপুরা, ধানমন্ডিসহ আশপাশের এলাকার সড়কে তীব্র যানজট দেখা যায়।