রাজধানীর রামপুরায় সোমবার রাতে বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় মঙ্গলবার সকাল থেকে সেখানে রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সে সঙ্গে বিক্ষোভ হয়েছে ধানমন্ডি, মোহাম্মদপুর, মতিঝিল, সায়েন্সল্যাব, এলিফ্যান্ট রোড এলাকায়। এতে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ পথচারীরা।
নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি অনেকেই। গাড়িতে অপেক্ষা করে যখন আর চলছিলই না তখন অনেকেই হেঁটে গন্তব্যে রওনা দেন।
ভোগান্তির এমন দৃশ্য ছিল সারা ঢাকাতেই।
সকাল ১০টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। নিরাপদ সড়ক, শিক্ষার্থী নিহতের বিচার দাবি, গণপরিবহনে হাফ ভাড়া দাবিসহ বেশ কিছু দাবিতে তারা সড়ক অবরোধ করেন।
রামপুরায় অবরোধের পর সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রামপুরা থেকে কোনো দিকেই কোনো গাড়ি আর চলতে পারছে না।
বনশ্রী-রামপুরা, রামপুরা-মালিবাগ, মেরুল বাড্ডা, গুলশান লিংকরোড, উত্তর বাড্ডা-শাহাজাদপুর, হাতিরঝিল এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় বিক্ষোভের প্রভাবে। যার রেশ পড়েছে প্রগতি সরণিসহ উত্তরার রাস্তাতেও।
সড়ক অবরোধ করে যানবাহনের ফিটনেস সনদ ও চালকদের লাইসেন্সও যাচাই করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
কোনো ব্যত্যয় পাওয়া গেলে তাদের ট্রাফিক পুলিশের কাছে নিয়ে মামলা দিতে বলছেন তারা।
রামপুরা এলাকায় দেখা যায়, শিক্ষার্থীরা সড়কে জরুরি কাজে নিয়োজিত গাড়িগুলোর জন্য রাস্তা ছেড়ে দিচ্ছেন।
রামপুরা থেকে মালিবাগ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক পায়ে হেঁটে পাড়ি দিচ্ছেন সাধারণরা।
হেঁটে বাড্ডা থেকে রামপুরা ব্রিজ পার হচ্ছিলেন ষাটোর্ধ্ব শ্যামল দাস। তিনি তার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন বারিধারায়। সেখান থেকে আজিমপুরের বাসায় ফিরতে গিয়ে বাড্ডায় ভয়াবহ যানজটে পড়েছেন। উপায় না দেখে স্ত্রীকে নিয়ে হাঁটা শুরু করেন।
জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আজিমপুর যাব। আমি আর আমার স্ত্রী বয়স্ক মানুষ, হাঁটতে পারি না। আবার রাস্তাও চিনি না। কিন্তু ছাত্ররা আমাদের গাড়ি যেতে দেবে না, তাই নেমে হাঁটছি। কিন্তু কোনদিকে যাব বুঝতে পারছি না।’
পরে প্রতিবেদকের সহযোগিতায় তারা হাতিরঝিল থেকে আজিমপুর চলে যান।
অসুস্থ্য ছেলেকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন নাজমা বেগম। ছেলের প্রচণ্ড জ্বর। তাকে নিয়ে বনশ্রী এলাকার একটি হাসপাতালে যাচ্ছেন তিনি।
বলেন, ‘আমি একটা সিএনজি করে যাচ্ছিলাম, কিন্তু জ্যামের কারণে এগুতে পারছিলাম না। এর মধ্যে ছেলেটা বমিও করেছে। তাই বাধ্য হয়ে কিছুটা হেঁটে রামপুরা ব্রিজ পার হয়ে একটা রিকশা নিলাম।’
পুরো সড়কে কোন যানবাহন না থাকায় পায়ে হেঁটেই রামপুরা মালিবাগ সড়ক পাড়ি দিচ্ছেন সাধারণরা। মাঝে কিছু রিকশা পাওয়া গেলেও আকাশ ছোঁয়া ভাড়া চাওয়ায় অনেকেই আর তাতে যাচ্ছেনও না।
রামপুরা পুলিশ বক্সের সামনে এক রিকশাচালকের সঙ্গে ভাড়া নিয়ে তর্কে জড়াতে দেখা গেল একজন চাকরিজীবীকে। তিনি রামপুরা থেকে গুলিস্তান যাবেন। রিকশাচালক ভাড় চাইলেন ২৫০ টাকা। আরেকজন সেখান থেকে মালিবাগ পর্যন্ত ভাড়া হাঁকছেন ১০০ টাকা।
বিভিন্ন দাবি নিয়ে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে মিরপুর-নিউমার্কেট সড়কে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিরপুর-নিউমার্কেট সড়কের জটের প্রভাব পড়ে সংসদ ভবনের সামনের রাস্তা মানিক মিয়া এভিনিউয়ে। সেখানেও গাড়ির সারি দেখা যায়।
লোকজন বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হন।
রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলেও রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার কিছু পর শাপলা চত্বর এলাকায় নেমে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন।
সেখান থেকে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবির পাশাপাশি নটর ডেম, একরামুন্নেছার শিক্ষার্থী নিহতের বিচার দাবি করেন।
এসময় শিক্ষার্থীরা মিডলাইন পরিবহনের একটি বাস ভাঙচুর করেন।
শিক্ষার্থীরা মোহাম্মদপুর এলাকাতেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। নিরাপদ সড়ক চাই, শিক্ষার্থী নিহতের বিচারসহ কয়েকটি দাবি জানান তারা।
সহপাঠী হত্যার বিচার চেয়ে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও নীলক্ষেত এলাকায়ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
সেখানে শিক্ষার্থীদের উই ওয়ান্ট জাস্টিস; নিরাপদ সড়ক চাইসহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে কলেজের শিক্ষকরা তাদের রাস্তা থেকে সরে যেতে বাধ্য করেন বলে খবর পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, তারা বিক্ষোভ শুরু করলে কিছু পরেই তাদের শিক্ষকরা গিয়ে মারমুখী আচরণ করে তাদের সরে যেতে বাধ্য করেন। পরে অবশ্য অন্য কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নামলে তারা তাদের সঙ্গে যোগ দেন।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১টা ২৫ মিনিটে বনানীর বিআরটিএ ভবনের সামনে ছাত্ররা ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।
এ সময় ছাত্ররা নিরাপদ সড়ক চাই; ছাত্ররা মরবে কেন, প্রশাসন জবাব চাইসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিআরটিএর কাছে আন্দোলনরত শিক্ষার্থীরা ৯ দফা দাবি জানান।
শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে আবদুল কাদের নামের একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হয়েছে তাহলে আবার আন্দোলন কেন? এসব করে সাধারণদের ভোগান্তি বাড়ানো ছাড়া আর কিছুই মিলবে না।’
তনিমা হামিদ নামের একজন চিকিৎসক বলেন, ‘ছাত্রদের দাবি সবার আগে প্রাধান্য দেয়া উচিত সরকারের। তাদের যৌক্তিক দাবিগুলো সাথে সাথে মেনে নিলেইতো হয়। ছাত্রদের রাস্তায় কেন থাকতে হবে।’