চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে ট্রাকের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন।
কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় মোটেল সৈকতের সামনে মঙ্গলবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম জগদীশ দাশ। তিনি চকবাজারের জয়নগর এলাকার নির্মল কান্তি দাশের ছেলে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম নিউজবাংলাকে জানান, ভোরে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই তরুণ আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।