বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্বাচনি সহিংসতা: গুলিবিদ্ধ যুবলীগ কর্মীর মৃত্যু

  •    
  • ৩০ নভেম্বর, ২০২১ ১২:২২

স্থানীয়রা জানান, ২৮ নভেম্বরের ভোটে দক্ষিণ গোবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। পুলিশ প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে গুলি ছুড়লে দেলোয়ারের মাথায় এসে লাগে।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় গুলিবিদ্ধ যুবলীগ কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রাজধানীর হেলথ কেয়ার হাসপাতালে সোমবার রাত সাড়ে ১১টার দিকে দেলোয়ার হোসেন দিলুর মৃত্যু হয়।

৩৫ বছর বয়সী দিলুর বাড়ি কুলিয়ারচর উপজেলার ১ নম্বর গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া গ্রামে। তিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. সাইফুলের কর্মী ছিলেন।

এই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এনামুল হক আবু বক্কর নিউজবাংলাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ২৮ নভেম্বরের ভোটে দক্ষিণ গোবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। পুলিশ প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে গুলি ছুড়লে দেলোয়ারের মাথায় এসে লাগে।

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়।

এ বিষয়ে কথা বলার জন্য কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাকে কল দেয়া হলে তিনি ধরেননি।

এ বিভাগের আরো খবর