নড়াইলে কৃষক হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এমদাদুল হক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৬ সালের ১৮ জুলাই সদর উপজেলার ভবানীপুর গ্রামের মফি শেখ তার ছেলেকে নিয়ে উপবৃত্তির টাকা তুলতে যান। ফেরার পথে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে তার ওপর হামলা হয়। চিকিৎসাধীন অবস্থায় মফি মারা যান।
এ ঘটনায় মফির স্ত্রী রেকসোনা খাতুন সদর থানায় হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী নূর মোহাম্মদ জানান, মফি হত্যায় জামিনুর রহমান মোল্যা নামের একজনকে মৃত্যুদণ্ড ও একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া সাদ্দাম হোসেন শুভ, মোহাম্মদ শাহিদ মোল্লা ও সাত্তার মোলাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিতদের সবার বাড়ি নড়াইলে। রায় ঘোষণার সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলায় আদালত দুজনকে খালাস দিয়েছে বলে জানান আইনজীবী।