ব্রাহ্মণবাড়িয়ায় করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়া ঠেকাতে আফ্রিকা ফেরত ৭ বাংলাদেশির বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা কমিটি। পাশাপাশি আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারে নজরদারি ও স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ জারি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের হল রুমে করোনা কমিটির এক জরুরি বৈঠকে সোমবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত আসে।
করোনার নতুন ধরন ওমিক্রন গত ২৪ নভেম্বর শনাক্ত হয় সাউথ আফ্রিকায়। দ্রুত এটি ছড়িয়ে পড়ে যুক্তরাজ্য, বেলজিয়াম, বতসোয়ানা, হংকং ও ইসরায়েলে।
যেসব দেশে এই ধরন পাওয়া গেছে সেসব দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়া হতে পারে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে সাউথ আফ্রিকার সঙ্গে স্থগিত করা হয়েছে যোগাযোগ।
এমন প্রেক্ষাপটে আফ্রিকা অঞ্চল থেকে গত দুই সপ্তাহে দেশে ফেরেন ৭ বাংলাদেশি। দেশের তিনটি বিমানবন্দর দিয়ে দেশে আসা এই বাংলাদেশিরা এসেছেন সাউথ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে থেকে। কিন্তু তারা এখনও বাড়ি ফেরেননি। আর এতেই শঙ্কিত করোনা কমিটি।
জেলার সিভিল সার্জন মোহাম্মদ একরামুল্লাহ বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের একটি চিঠিতে জানতে পারি, আফ্রিকা অঞ্চল থেকে ৭ জন সম্প্রতি বাংলাদেশে এসেছেন। তাদের তিনজন কসবার, দুইজন সদর উপজেলায়, বাঞ্ছারামপুরের একজন ও নবীনগরে একজনের বাড়ি। তারা বাড়ি ফিরেছে কী না তা খতিয়ে দেখবে পুলিশের বিশেষ টিম।’
সিভিল সার্জন আরও বলেন, ‘বাড়ি এলে সবাইকে কোয়ারিন্টিনে থাকতে হবে। কারও উপসর্গ থাকলে, দ্রুত পরীক্ষা করাতে হবে। নিরাপত্তার স্বার্থে এসব বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেয়া হবে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কোভিড-১৯-এর এখন পর্যন্ত যতগুলো ধরন আছে তার মধ্যে ওমিক্রন সবচেয়ে জটিল, বিশ্বজুড়ে উদ্বেগ ছড়ানো ডেল্টা ভ্যারিয়েন্টের মতোই।