আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে সৌদি আরব, চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ২৭০ কোটি (২ দশমিক ৭ বিলিয়ন) ডলার বিনিয়োগ প্রস্তাব এসেছে, বাংলাদেশি মুদ্রায় যা ২৩ হাজার কোটি টাকার বেশি।
ঢাকায় দুই দিনের বিনিয়োগ সম্মেলন শেষে এক অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
রাজধানীর রেডিসন হোটেলে অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, যে সব খাতে এই বিনিয়োগ প্রস্তাব এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, ঔষধ, সিমেন্ট ও হাসপাতাল খাত। খুব শিগগিরই বাংলাদেশে এ বিনিয়োগ আসবে।
বেশিরভাগ বিনিয়োগ প্রস্তাব এসেছে সৌদি আরব থেকে। এ ছাড়া তুরস্কের দুটি কোম্পানি, যুক্তরাষ্ট্রের একটি, চীনের তিনটি কোম্পানি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। চীন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে এবং যুক্তরাষ্ট্র বিদ্যুৎ খাতে বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাদেরকে নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দিয়েছি। তারা বাংলাদেশ সম্পর্কে জেনে অভিভূত হয়েছেন। বলেছেন, বাংলাদেশের অফুরন্ত সম্ভাবনা রয়েছে।’
দুদিনের এই সম্মেলন রোববার ঢাকায় শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন।
সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
বাংলাদেশকে বিনিয়োগের একটি আদর্শ গন্তব্য বলে অবহিত করে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকার কর প্রণোদনাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ হচ্ছে বিনিয়োগের নিরাপদ স্থান। এখানে নীতি হচ্ছে উদার। আমাদের অর্থনৈতিক সম্ভাবনা বিশ্বের মধ্যে স্বীকৃত।’
এই সুযোগ কাজে লাগানোর জন্য বিনিয়োগকারীদের প্রতি উদাত্ত আহব্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে দ্বিধা করবেন না।’
প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ সম্পর্কে বিশ্বকে জানাতে পারলাম। বিশ্ববাসীও বাংলাদেশ সম্পর্কে জেনেছ, কীভাবে বাংলাদেশ এগিয়ে চলছে। এটা একটি নতুন বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে চলছে।’
অনুষ্ঠানে সৌদি আরবের ট্রান্সপোর্ট বিষয়ক মন্ত্রী বলেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ সম্পর্কে তার চোখ খুলে গেছে। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়নে বিস্মিত হন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত থাকলে আগামীতে বাংলাদেশ অবশ্যই এশিয়ার মধ্যে বিনিয়োগের হাব হবে।’ মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা ঢাকা শহরকে পুরোপুরি বদলে ফেলব। আমি ঢাকা সিটিকে পুরো বদলে ফেলব। সে লক্ষ্যে কাজ চলছে।’
বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘বাংলাদেশে আসুন এবং বিনিয়োগের সুযোগ গ্রহণ করুন।’
সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ফরেন চেম্বারের সভাপতি রূপালী চৌধুরী।