ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের নিহতের পর এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পরিচ্ছন্নতাকর্মী রাসেল খান আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
তিন দিনের রিমান্ড শেষে রাসেল খানকে সোমবার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান। দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা রাসেল খান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
রাসেলের স্বীকারোক্তি দেয়ার তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. মোতালেব হোসেন।
বুধবার বেলা ১১টার দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে নটর ডেম কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী নাঈম হাসানকে ধাক্কা দেয় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ট্রাক। এ ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো শ ১১-১২৪৪।
দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী রাসেল খান। পরে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন টহল পুলিশের সহযোগিতায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ অফিসের পূর্ব পাশ থেকে ট্রাক ও চালকের আসনে থাকা রাসেল খানকে আটক করেন।
পরে পল্টন থানায় নাঈম হাসানের বাবা শাহ আলম দেওয়ানের মামলায় রাসেলকে গ্রেপ্তার দেখানো হয়।
ময়লার গাড়িচাপায় শিক্ষার্থী মৃত্যুর এ ঘটনায় বিচারের দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানীতে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা।