বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাবি হলের ক্যানটিনের দেয়াল ধসে আহত ২

  •    
  • ২৯ নভেম্বর, ২০২১ ১৮:২৮

ক্যানটিনের ভেতর খাবার বিতরণের কাউন্টারের দুই হাত সামনেই পাঁচ ফুটের দেয়ালটির অবস্থান। ক্যানটিন মালিক মোবারক মজুমদার জানান, ১০ থেকে ১২ বছর আগে দেয়ালটি নির্মাণ করা হয়। টেবিলে বসে ক্যানটিন বয়দের যেন কেউ খাবারের অর্ডার করতে না পারে, সে জন্য খাবারের টেবিল আর খাবার বিতরণের কাউন্টারের মাঝে এটি নির্মাণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হল ক্যানটিনে রড ছাড়া নির্মিত পাঁচ ফুটের একটি দেয়াল ধসে পড়েছে। এতে হলের একজন কর্মচারী এবং তার ভাই আহত হয়েছেন।

সোমবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার সময় আহতরা ধসে পড়া দেয়ালটির পাশে থাকা টেবিলে বসে দুপুরের খাবার গ্রহণ করছিলেন। তাদের একজন হলের কাঠমিস্ত্রি শংকর। অন্যজনের নাম জানা যায়নি।

ক্যানটিনের ভেতর খাবার বিতরণের কাউন্টারের দুই হাত সামনেই পাঁচ ফুটের দেয়ালটির অবস্থান। ক্যানটিন মালিক মোবারক মজুমদার জানান, ১০ থেকে ১২ বছর আগে দেয়ালটি নির্মাণ করা হয়।

টেবিলে বসে ক্যানটিন বয়দের যেন কেউ খাবারের অর্ডার করতে না পারে, সে জন্য খাবারের টেবিল আর খাবার বিতরণের কাউন্টারের মাঝে এটি নির্মাণ করা হয়।

মোবারক বলেন, ‘বেলা আড়াইটায় তখন সবাই খাবার খাচ্ছিল। এ সময় হঠাৎ করে দেয়ালটি পড়ে যায়। এটি ডান পাশে পড়ায় তেমন কেউ আহত হয়নি। বাম পাশে হলের কর্মচারীরা ছিল। সেদিকে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

দুর্ঘটনার পর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ব্দুর রশীদ, সিভিল ৩/১ জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঈন উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মঈন উদ্দীন বলেন, এটি ছোট একটা বিষয়। দেয়ালটা অনেক পুরোনো হওয়ায় সিমেন্টের বন্ডিং কমে গেছে। ধাক্কা লেগেছে হয়তো, তাই পড়ে গেছে।

রড না থাকার বিষয়টি জানালে তিনি বলেন, ‘এখানে কোনো লোড নেই। তাই এখানে রড থাকার কথাও না। তবে ভবিষ্যতে যদি আমরা এটি আবার নির্মাণ করি, প্রয়োজন হলে আমরা রড দিয়েই এটি নির্মাণ করব।’

হল প্রাধ্যক্ষ আব্দুর রশীদ বলেন, ‘কেন এটি ধসে পড়েছে, কী ত্রুটি ছিল, সেটি আমরা তদন্ত করব। এ জন্য দুই সদস্যের কমিটি গঠন করা হবে।’

এ বিভাগের আরো খবর