মাদারীপুরের রাজৈরে শিশু হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ রায় দেন।
দণ্ডিতরা হলেন রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল এলাকার রাজিব হাওলাদার, কোদালিয়া বাজিতপুরের রিমন হোসাইন ওরফে ইমন গাছী ও পিরোজপুর জেলার ভৈরমপুরের শফিকুল ইসলাম মোল্লা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিং নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে রাজৈরের সেনদিয়া জামে মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় পাঁচ বছরের আদুরী আক্তার। ২২ সেপ্টেম্বর আদুরীর বাবা ছয়জনের নামে ও অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচজনকে আসামি করে রাজৈর থানায় হত্যা মামলা করেন।
মামলার পর পুলিশ ওই মসজিদের ইমাম শফিকুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী মসজিদের পাশ থেকে আদুরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
পরে পুলিশ এই মামলায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করে। রিমন হোসাইন ওরফে ইমন গাছী বাদে বাকি তিনজনই হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক।
আইনজীবী সিদ্দিকুর রহমান সিং বলেন, ‘আদুরী হত্যায় আদালত তিনজনকে ফাঁসির রায় দিয়েছে, একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। এই হত্যা মামলায় সেলিম হাওলাদার নামে একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রায়ের সময় ইমন গাছী উপস্থিত ছিলেন। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’
আদুরীর বাবা টুকু সরদার নিউজবাংলাকে বলেন, ‘আমার মেয়ের হত্যার রায়ে আমি খুশি হয়েছি। এখন একটাই দাবি, ফাঁসি যেন দ্রুত কার্যকর করা হয়। তাহলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে।’