ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
উপজেলার বিপ্রবগদিয়া গ্রামে রোববার দুপুরে এ সংঘর্ষ হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার হাকিমপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সাচ্চু জোয়ারদার ও বর্তমান চেয়ারম্যান জিকু শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে বিপ্রবগদিয়া গ্রামে সাচ্চু ও জিকুর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওসি জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে পুলিশের ৩ সদস্য আহত হন। পরে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।
আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।