বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গলা‌চিপা পৌরসভায় ফের মেয়র নৌকার তু‌হিন

  •    
  • ২৮ নভেম্বর, ২০২১ ১৯:২৯

জেলা রিটা‌র্নিং অফিসার শাহানুর খান জানান, গলা‌চিপা পৌরসভা নির্বাচ‌নে ভোট পড়েছে ৭১ দশ‌মিক ৫৫ ভাগ। পৌরসভায় ভোটারের সংখ্যা ১৬ হাজার ৩৪০ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১১ হাজার ৬৯২ জন।

পটুয়াখালীর গলা‌চিপা পৌরসভা নির্বাচ‌নে দ্বিতীয়বা‌রের মতো মেয়র হ‌য়েছেন আওয়ামী লীগের প্রার্থী আহসানুল হক তুহিন।

নৌকা প্রতীক নি‌য়ে তি‌নি পে‌য়ে‌ছেন ৬ হাজার ৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব‌ন্দ্বী আওয়ামী লী‌গের বি‌দ্রোহী প্রার্থী মোহাম্মদ মামুন আজাদ জগ প্রতী‌কে পান ৪ হাজার ৫৩৮ ভোট।

জেলা রিটা‌র্নিং অফিসার শাহানুর খান ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি জানান, গলা‌চিপা পৌরসভা নির্বাচ‌নে ভোট পড়েছে ৭১ দশ‌মিক ৫৫ ভাগ। পৌরসভায় ভোটারের সংখ্যা ১৬ হাজার ৩৪০ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১১ হাজার ৬৯২ জন।

এর আগে রোববার সকালে এ পৌরসভায় প্রথমবা‌রের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৮টা থে‌কে বিকেল ৪টা পর্যন্ত ভোটের পরিবেশ ছিল শা‌ন্তিপূর্ণ। সারা দিনে কোথাও সহিংসতার ঘটনা ঘটেনি।

এ বিভাগের আরো খবর