মানব পাচারের দায়ে কুয়েতে লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
কুয়েতের স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দেশটির আপিল আদালত কারাদণ্ডের পাশাপাশি পাপুলকে ২৭ লাখ কুয়েতি দিনার জরিমানা করেছে।
কোর্ট অফ সেসেশন্সের আদেশে বলা হয়েছে, সে দেশে সাজা শেষ করে নিজ দেশে (বাংলাদেশ) ফিরতে পারবেন আসামি।
সেই মামলায় একই মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জারাহ এবং মানবসম্পদবিষয়ক পরিচালক হাসান আল খেদরকে। ঘুষ নেয়ার অপরাধে তাদের সরকারি পদ থেকে অব্যাহতিও দেয়া হয়েছে।
সেই মামলায় একই মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জারাহ এবং পরিচালক হাসান আল খেদরকে। ঘুষ নেয়ার অপরাধে তাদেরকে সরকারী পদ থেকে অব্যাহতিও দেয়া হয়েছে।
সেই সঙ্গে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে কুয়েতের সাবেক আইনপ্রণেতা সালাহ খুরশেদকে। তাকে ৭ লাখ ৪০ হাজার কুয়েতি দিনার জরিমানাও করা হয়।
গত ফেব্রুয়ারিতে, কুয়েতের ফৌজদারি আদালত সাবেক এমপি শহিদুল ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ড দেয় এবং তাকে ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানাও করা হয়। বাংলাদেশি টাকায় ৫৩ কোটি টাকা জরিমানা করা হয়। এরপর এই সাজার বিরুদ্ধে আপিল করেন পাপুল।
গত ২৬ এপ্রিল মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতে পাপুলের সাজা বাড়ে আপিল বিভাগে। বিচারিক আদালত তাকে চার বছরের কারাদণ্ড দিলেও আপিল বিভাগ সাজা বাড়িয়ে সাত বছর করে।
আপিল বিভাগ কারাদণ্ডের পাশাপাশি ২০ লাখ দিনার জরিমানা করে। বাংলাদেশি মুদ্রায় এটি ৫৬ কোটি টাকার বেশি।
সাজা প্রাপ্ত পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার পর সেখানে উপনির্বাচনের তারিখ জানায় নির্বাচন কমিশন।
সাধারণ শ্রমিক হিসেবে কুয়েতে যাওয়ার কয়েক দশকের মধ্যে ধনকুবের হয়ে যাওয়া পাপুল একাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য হন।
সে সময় তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় বর্তমানে ক্ষমতাসীন দল।
তবে ভোটের আগে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ নোমান সরে দাঁড়ান। আর স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাপুলের পক্ষে কাজ করেন।
পাপুলের স্ত্রী সেলিনা ইসলামও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।
একাদশ সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা সংসদের আসন বণ্টনের হিসাবে নারী আসনের একটি পেয়েছিলেন এবং তারা সেলিনাকে মনোনয়ন দেন।
পাপুলের স্ত্রীও আসামি
পাপুলের পাশাপাশি তার স্ত্রী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানও অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচার মামলার আসামি।
দুর্নীতি দমন কমিশন গত ১১ নভেম্বর মামলাটি করে। এই মামলায় সেলিনা এবং ওয়াফা গত ২৭ ডিসেম্বর জামিন পান। পরে গত ১১ ফেব্রুয়ারি তাদেরকে স্থায়ী জামিন দেয়া হয়।
মামলায় অভিযোগ করা হয়, জেসমিন প্রধান ২ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
‘কাগুজে প্রতিষ্ঠান’ করে তিনি ২০১২ সাল থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত ১৪৮ কোটি টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেছেন বলেও বলা হয় মামলায়।
বলা হয়, এসব কাজে পাপুল, তার স্ত্রী ও মেয়ে সহযোগিতা করেছেন।
পাপুল কুয়েতে গ্রেপ্তারের পর গত বছরের ২২ জুলাই সেলিনা ইসলাম ও জেসমিনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
সেলিনা ইসলাম এবং মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানের আট ব্যাংকের ৬১৩টি হিসাব জব্দ করেছে দুদক।
তাদের নামে দেশের বিভিন্ন স্থানে থাকা ৩০ দশমিক ২৭ একর জমি ও গুলশানের ফ্ল্যাট বাজেয়াপ্ত করার সিদ্ধান্তও নিয়েছে দুদক। এ জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার কার্যালয়েও চিঠি দিয়েছে কমিশন।