বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানীতে স্কুলছাত্রের আত্মহত্যা

  •    
  • ২৮ নভেম্বর, ২০২১ ১৬:২৭

নিহতের বাবা জিল্লুর রহমান জানান, সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে। সকালে তার স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে যান। তিনি তার কর্মস্থলে ছিলেন। দুপুরে তার স্ত্রী বাসায় ফিরে দেখেন তাদের ছেলে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সিলিংয়ে গলায় ফাঁস নিয়েছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজধানীর মগবাজারে দশম শ্রেণির এক স্কুলছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ছাত্রের নাম সৌহার্দ্য মুহূর্ত। ১৬ বছরের সৌহার্দ্য সরকারি বিজ্ঞান স্কুলে পড়ত। তাদের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার দুর্গাপুর গ্রামে।

বর্তমানে তারা মগবাজারের আমবাগান এলাকায় থাকেন।

নিহতের বাবা জিল্লুর রহমান জানান, সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে। সকালে তার স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে যান। তিনি তার কর্মস্থলে ছিলেন। দুপুরে তার স্ত্রী বাসায় ফিরে দেখেন তাদের ছেলে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সিলিংয়ে গলায় ফাঁস নিয়েছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তার ছেলে সরকারি বিজ্ঞান স্কুলে দশম শ্রেণিতে পড়ত। সে খুব মেধাবী ছিল। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া কথা। কিন্তু গত বছর লকডাউনে লেখাপড়ায় ক্ষতি হওয়ার পর থেকে সে খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এ সমস্যায় ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই আব্দুল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এ বিভাগের আরো খবর