রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সাবেক সংবাদকর্মী আহসান কবির খান নিহতের ঘটনায় গ্রেপ্তার গাড়িচালক মো. আবু হানিফ ওরফে ফটিককে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
রোববার ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ আদেশ দেয়।
কলাবাগান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরীফ সাফায়েত হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই আরিফ হোসেন আসামিকে আদালতে হাজির করে সড়ক পরিবহন আইনে করা মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেন। আসামির বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। তার নাম-ঠিকানা যাচাই করা সম্ভব হয়নি।
সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সাবেক সংবাদকর্মীর নিহতের ঘটনাটি দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আলোড়ন সৃষ্টি করে। আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মামলার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা যাচাই ও জড়িত থাকলে গ্রেপ্তার করা সম্ভব হবে। এজন্য আসামির ৫ দিনের রিমান্ডে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এর আগে ২৬ নভেম্বর রাতে চাঁদপুরের হাইমচর এলাকায় অভিযান চালিয়ে ময়লাবাহী ডাম্প ট্রাকের চালক মো. হানিফ ওরফে ফটিককে গ্রেপ্তার করে র্যাব।
সিটি করপোরেশনের ময়লা বহনকারী ওই ট্রাকের চাপায় আহসান কবীর খানের নিহতের ঘটনার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে কলাবাগান থানায় মামলা করেন স্ত্রী নাদিরা পারভীন।
পরিবহন আইন ২০১৮ এর ১০৫ সড়ক ধারায় করা মামলায় ময়লার গাড়িটির চালককে আসামি করা হয়।
এই ঘটনার একদিন আগে, দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত হন নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান। তার মৃত্যুর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উত্তর সিটি করপোরেশনের ময়লাবাহী ডাম্প ট্রাকের (পরীক্ষাধীন নম্বরঃ ৫১২৮) চাপায় মারা যান আহসান কবির খান। পান্থপথ বসুন্ধরা সিটির বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি দৈনিক সংবাদ ও প্রথম আলোর সাবেক কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে কলাবাগান থানা পুলিশ জানায়, সিগন্যাল ছাড়ার পর ময়লা বহনকারী উত্তর সিটির ট্রাকটির সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা আহসান কবির ছিটকে রাস্তায় পড়ে গেলে তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে যান চালক। এসময় তার মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। চাপা দেয়ার পর গাড়িটি নিয়ে পান্থপথ সিগন্যালের দিকে পালিয়ে যান চালক। সিগন্যালের আগে সড়কের পাশে গাড়ি রেখে তিনি পালিয়ে যান।
ঘটনা তদন্তে ডিএনসিসি তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে। মেয়র আতিকুল ইসলামের নির্দেশে গঠিত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।