বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌকায় ‘ওপেন ভোট’ নিতে প্রিসাইডিং কর্মকর্তাকে হুমকি

  •    
  • ২৮ নভেম্বর, ২০২১ ১০:৫৬

প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মুজিবুর রহমান সওদাগরের কয়েকজন সমর্থক এসে নৌকা প্রতীকে ‘ওপেন ভোট’ নিতে আমাকে চাপ দেন। আমি রাজি না হয়ে গোপনকক্ষে ভোট দেয়ার কথা বললে, তারা আমাকে হুমকি দেন। পরে বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানিয়েছি।’

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকের বিরুদ্ধে ‘ওপেন ভোট’ নেয়ার অভিযোগ উঠেছে।

ইউনিয়নের হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকা প্রতীকে ‘ওপেন ভোট’ নেয়ার অভিযোগ করেন প্রিসাইডিং কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা যায়, লাউরফতেহপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মুজিবুর রহমান সওদাগর। তার সমর্থকরা সকালে কেন্দ্রে এসে প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়েরকে হুমকি দেন। এ নিয়ে কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘আওয়ামী লীগের ওই প্রার্থীর কয়েকজন সমর্থক এসে ‘ওপেন ভোট’ নিতে আমাকে চাপ দেন। আমি রাজি না হয়ে গোপনকক্ষে ভোট দেয়ার কথা বললে, তারা আমাকে হুমকি দেন। পরে বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানিয়েছি।’

অভিযোগের বিষয়ে জানতে মুজিবুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

রোবাবর সকাল ৮টা থেকে নবীনগর, বাঞ্ছারামপুর ও সরাইল উপজেলার ৩২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৩১৮ টি কেন্দ্রে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এ বিভাগের আরো খবর