চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান নিউজবাংলাকে বলেন, ‘সিনিয়রের সামনে জুনিয়রের সিগারেট খাওয়া নিয়ে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছিল। তিনজন সামান্য আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’
চট্টগ্রামে ধূমপান নিয়ে সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
নগরীর চকবাজার এলাকায় কলেজের সামনে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নাজিম, জিসান ও খুরশিদ। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান নিউজবাংলাকে বলেন, ‘সিনিয়রের সামনে জুনিয়রের সিগারেট খাওয়া নিয়ে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছিল। তিনজন সামান্য আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’