অনন্য এক মিলন উৎসবে মাতলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিসিএস ক্যাডাররা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম (জুবফ)।
আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
অনুষ্ঠান শুরুর আগেই কৃষিবিদ ইনস্টিটিউট পরিণত হয় জুবফ সদস্যদের প্রাণের মেলায়। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডার সার্ভিসে জাবির যে গ্র্যাজুয়েটরা যোগ দিয়েছেন তাদের পেশাজীবী সংগঠন জুবফ। ভেন্যু প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন স্টলে জুবফ সদস্যরা ছোট ছোট গ্রুপে আড্ডার মাধ্যমে পিঠা, ফুচকা ও অন্যান্য মজাদার খাবার খেতে খেতে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন।
ক্যাম্পাসের স্থাপনার আদলে নির্মিত দুটি ফটো বুথে ছবি তুলতে গিয়ে অনেকেই যেন ফিরে যান ছাত্রজীবনে।
মূল আয়োজন শুরু হয় সন্ধ্যা সাড়ে ৫টায়। বাংলাদেশ পুলিশ নাট্যদল মঞ্চস্থ করে তাদের প্রযোজিত নাটক ‘অভিশপ্ত আগস্ট’। নাটকটি কৃষিবিদ ইনস্টিটিউটের মূল মিলনায়তনে মঞ্চস্থ হয়। এর মধ্য দিয়ে উপস্থিত হাজারখানেক জুবফ সদস্য পঁচাত্তরের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনাবলী ও তার পটভূমি অবলোকন করেন।
নাট্য পরিবেশনার পর শুরু হয় আলোচনা সভা। সভায় স্বাগত বক্তব্য দেন জুবফ সাধারণ সম্পাদক ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ। তিনি জুবফ গঠনের ইতিহাস, তাৎপর্য ও লক্ষ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের পথে সঠিকভাবে দেশ পরিচালনায় ফোরামের প্রতিটি সদস্য প্রধানমন্ত্রীর পাশে থাকবে।
জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। জাবির এই সাবেক শিক্ষার্থী একটি লিখিত বক্তব্য মেইল করে পাঠান। পরে তার পক্ষে সেটি পাঠ করা হয়।
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম তার বক্তব্যে তার ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করেন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জুবফের সফলতা কামনা করেন। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ধারণ করে শেখ হাসিনার নির্দেশনায় দেশ সেবায় নিয়োজিত থাকায় তিনি সব সদস্যকে ধন্যবাদ জানান।
সভায় অন্যদের মধ্যে জুবফ সভাপতি সাবেক সচিব মনোয়ার আহমেদ, সাবেক সচিব ও জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন প্রস্তুতি উপ-কমিটির আহবায়ক মো. তাহিয়াত হোসেনসহ সংগঠনটির নেতারা বক্তব্য দেন।