বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ক্ষোভে’ প্রার্থী হলেন ভিক্ষুক মুনসুর

  •    
  • ২৭ নভেম্বর, ২০২১ ২৩:০০

ভিক্ষুক হয়েও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় অবশ্য মুনসুরকে নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করছেন। লোকজন না থাকায় নিজেই সাটাচ্ছেন পোস্টার। একা একাই ভোট চাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়নের আবুল মুনসুর পরিচিত ভিক্ষুক হিসেবে। অভাব-অনটনের মধ্যে জীবন কাটলেও এবার তিনিই নেমেছেন ভোট যুদ্ধে। নিজের ইউনিয়নে হয়েছেন চেয়ারম্যান প্রার্থী।

স্থানীয়রা বলছেন, নির্বাচনে পাস করতে প্রার্থীরা বিভিন্ন মিথ্যা আশ্বাস দেন, তবে পাস করার পর তারা আর জনগণের খোঁজ রাখেন না। আবুল মুনসুরও বিভিন্ন নির্বাচনে ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করার আশ্বাস পেয়েছেন প্রার্থীদের কাছ থেকে, তবে কখনও নির্বাচিত জনপ্রতিনিধিরা তার খোঁজ নেননি। ভিক্ষাবৃত্তি নিরসনে সহযোগিতা করেননি। সেই ক্ষোভ থেকে এবার নিজেই চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

ভিক্ষুক হয়েও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় অবশ্য মুনসুরকে নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করছেন। লোকজন না থাকায় নিজেই সাটাচ্ছেন পোস্টার। একা একাই ভোট চাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে।

২ নম্বর বৈলর ইউনিয়নের জালাল উদ্দিন নামে এক প্রবীণ বলেন, ‘আবুল মুনসুর ভিক্ষুক হলেও তিনি সবার সঙ্গে গুছিয়ে কথা বলতে পারেন। তার মন মানসিকতাও খুব ভালো। তবে টাকা নেই বলে হাতেগোনা কয়েকজন তাকে প্রকাশ্যে সমর্থন দিলেও ভোট চাওয়ার সময় কেউ তার সঙ্গে থাকছেন না।

ফয়জুর রহমান নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘আসলে তিনি (মুনসুর) ভিক্ষুক বলে অনেকে লজ্জায় তাকে সমর্থন দিচ্ছে না। তিনি কথা দিয়েছেন, নির্বাচনে জয়ী হলে ইউনিয়নের ভিক্ষুকদের উন্নয়নে কাজ করবেন। ভিক্ষাবৃত্তি নিরসন করবেন। এ ছাড়া ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত করতে কাজ করবেন।’

চেয়ারম্যান প্রার্থী আবুল মুনসুর নিউজবাংলাকে বলেন, ‘স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে চশমা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। সকাল থেকে রাত পর্যন্ত ভোট চাওয়ার সময় ব্যাপক সাড়া পেয়েছি। তবে আমার টাকা নেই বলে আমার সঙ্গে ভোট চাইতে কেউ যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘রাত পোহালেই ভোট। নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে নীরব ভোটের মাধ্যমে বিপুল ভোটে জয় লাভ করব।’

তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের তিনটি উপজেলার ২৭টি ইউনিয়নে ভোট রোববার। এসব ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪৯ জন।

এ বিভাগের আরো খবর