পটুয়াখালীর মির্জাগঞ্জে ভোটের কাজ শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর মস্তিষ্কে রক্তক্ষরণে এক সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।
উপজেলার ভাজনা কদমতলা নূরানী আলিম মাদ্রাসা কেন্দ্রে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত হুমায়ুন কবির ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন। তার গ্রামের বাড়ি দুমকি উপজেলায়। তিনি দুমকী উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান জানান, রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শনিবার দুপুরে অন্য সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে যান তিনি। সব কাজ শেষে সন্ধ্যায় হুমায়ুন কেন্দ্র সংলগ্ন প্রয়াত ইসমাইল হোসেন চেয়ারম্যান বাড়িতে যাওয়ার পথে স্ট্রোক করেন।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।