নরসিংদীর আমদিয়া ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগে এনে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন ভুইয়া রিপন।
নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রিপন।
তিনি বলেন, ‘আরচণবিধি ভঙ্গ করায় নৌকার প্রার্থী আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ও তার সমর্থকরা দুপুরে আমার বাড়িতে হামলা চালান। এতে আমার পরিবারের ৫ জন আহত হয়েছেন। ভাঙচুরের একপর্যায়ে হামলাকারীরা গুলিও ছোড়েন।’
নাজিম উদ্দিন ভুইয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান ইউপি চেয়রাম্যান। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হয়ে লড়ছেন তিনি। আর নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু।
সংবাদ সম্মেলনে রিপন আরও বলেন, ‘নির্বাচন থেকে সরে দাঁড়াতে শুরু থেকেই আমাকে হুমকি দেয়া হচ্ছে। কয়েক দফা আমার সমর্থকদের ওপর হামলা হয়েছে। এসবের মদত দিচ্ছেন নৌকার প্রার্থী।
‘আমি গত ১৯ বছর ধরে এই ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্বে আছি। ভোটে সহিংসতা না হলে এবারও আমার জয় নিশ্চিত।’
বিষয়টি জানতে নৌকার প্রার্থী আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠুর মোবাইলে ফোন দেয়া হলে, প্রশ্নের জবাব দেয়ার আগে সংযোগটি কেটে যায়। পরে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহসহ বিভিন্ন মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নরসিংদীর ২২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।