দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। আগের দিন এই মৃত্যুর সংখ্যা ছিল তিনজন।
এ সময়ে সংক্রমণ ধরা পড়েছে ১৫৫ জনের শরীরে। যা আগের দিনের চেয়ে কম।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জনের দেহে। যার মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৭৫ জনের।
গত ২৪ ঘণ্টায় ৮৩৬টি ল্যাবে ১৩ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১ দশমিক ১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের একজন পুরুষ ও একজন নারী। এদের একজনের বয়স ত্রিশের কোটায়, আরেকজন ষাটোর্ধ্ব।
তারা দুইজনই ঢাকার বাসিন্দা। ঢাকা ছাড়া সব বিভাগে এদিন করোনায় মৃত্যু শূন্য ছিল।
অবশ্য নতুন করে করোনা নিয়ে সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্বে ভাইরাসটির নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকে আফ্রিকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে শুরু করেছে অনেক কয়েকটি দেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও নতুন ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
রোববার ভাইরাসটির নতুন ধরন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আফ্রিকার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বন্ধ করার কথা জানিয়েছেন।