দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাদের নতুন শাখা চালু করেছে।
শুক্রবার সকাল ১১টার দিকে নতুন আউটলেটটি উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও নবাবপুর দোকান মালিক সমিতির সেক্রেটারি মো. আওলাদ হোসেন মিম।
বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা নুর আলম।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিনিয়োগকারী মো. রিয়াজউদ্দিন আহমেদ, মো. কামরুজ্জামান ও স্বপ্নের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট রাজিবুল হাসান।
নতুন শাখাটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের পূর্ব সাহেবপাড়া, মৌচাক ক্যানেল রোড, ব্লক সি, হোল্ডিং ৭৭২/১ নম্বরে অবস্থিত।
শাখাটির উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার, হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করা যাবে ০১৭৫৩-৩৮৩৮৫৯ নম্বরে।