চট্টগ্রামের আনোয়ারায় এক ব্যক্তির বাসার খাটের নিচ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। এ ঘটনায় করা মামলায় পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
চট্টগ্রাম জেলা জজ আদালতের মাধ্যমে আব্দুল মান্নানকে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারে পাঠানো হয়।
উপজেলার রায়পুর এলাকা থেকে শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে তাকে আটক করা হয়। ওই দিন র্যাব বাদী হয়ে তার নামে মামলা করলে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
গ্রেপ্তার আব্দুল মান্নান একই উপজেলার খোদ্দগহিরা এলাকার বাসিন্দা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম শিকদার নিউজবাংলাকে বলেন, ‘তার নামে র্যাব মামলা করেছে। তাকে চট্টগ্রাম জেলা জজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল নিউজবাংলাকে বলেন, ‘আনোয়ারার রায়পুরে মাদক কেনাবেচার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুল মান্নান দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার তথ্যে নিজ ঘরের খাটের নিচ থেকে দুটি কালো পলিথিনে রাখা ১ লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা।’
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মান্নান বেশ কিছুদিন ধরে মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবা এনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল।