আগামী বছরের মধ্যে দেশে চলমান অন্তত চারটি মেগা প্রকল্পের কাজ শেষ হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জাতীয় মহাসড়ক বিল নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে শনিবার বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুন উর রশিদ, রুমিন ফারহানা ও জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
কাদের বলেন, ‘আমাদের দেশে আমরা যত কথা বলি, তত কাজ করি না। যা বিশ্বাস করি, তা পালন করি না। সরকারের কি কোনো ভালো কাজ নেই? সেগুলোর প্রশংসা যখন কেউ বক্তব্য দেন, কেউ কি করেন? ২০০৯ সালের আগে সড়কব্যবস্থা কী ছিল? কী সড়ক ছিল?
‘দুই দলের (বিএনপি ও জাতীয় পার্টি) প্রধানের বাড়িই উত্তরবঙ্গে। আর ছয় লেনের কাজ করতে হচ্ছে শেখ হাসিনার সরকারকে। কাজ যেহেতু শুরু হয়েছে, শেষ হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন। এই সড়কে এলেঙ্গা পর্যন্ত কাজ শেষ। এখন রংপুরের দিকে ৬ লেন যাচ্ছে। রংপুর থেকে একটি অংশ যাবে বুড়িমারী এবং পঞ্চগড় পর্যন্ত যাবে আরেকটি।’
তিনি বলেন, ‘ঢাকা চট্টগ্রামে কী দুরাবস্থা ছিল! আজ কী সুন্দর ফোর লেন হয়েছে। পুরো পথজুড়ে ফুলের শোভা চোখ জুড়িয়ে যায়। রাস্তা দেখবেন? ঢাকা থেকে ভাঙ্গা যান। দেশের একমাত্র এক্সপ্রেসওয়ে। এটি দেখতেই মানুষ ছুটে আসে। পর্যায়ক্রমে দেশের যত রাস্তা আছে সবগুলোকে সার্ভিস লেনসহ ৪ লেনে উন্নীত করব।’
সমালোচনার জবাবে তিনি বলেন, ‘যে সমালোচনা করলেন, বলুন, শেখ হাসিনার আগে কোথায় আন্ডারপাস ছিল? এখন ৩৫টি আন্ডারপাস সরকার নির্মাণ করেছে। আরও ৩৯টির কাজ চলছে। ঢাকার বাহিরে কোনো সরকারের আমলে কি ফ্লাইওভার ছিল? ১৫টি হয়েছে। আরও ২০টির কাজ প্রক্রিয়াধীন।
‘জাতীয় মহাসড়কে ১৫টি রেল ওভারপাস নির্মাণ পাস হয়েছে; আরও ১৩টির কাজ চলমান। কয়টা সেতু ছিল? শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমি পাশের মুন্সিগঞ্জের কথা বলি, সেখানে কয়টা বেইলি ব্রিজ? ১২০টি। একটি সেতু কি কোনো সরকার করেছে? ৫৭টি শেষ করেছি; ৪৮টির কয়েক মাসের মধ্যে কাজ শেষ হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা হওয়া উচিত। অবশ্যই শুদ্ধ করব। আমরা স্বাগত জানাই। কিন্তু কেউ তো একবারও বললেন না, যখন বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে সরে যায়, সেটি নিজস্ব অর্থায়নে করার সাহস দেখিয়েছেন। আগামী বছর ফসল ঘরে তুলব। এটা কে করেছে?
‘আপনারা তো বলেছেন, জোড়াতালি দিয়ে কাজ হচ্ছে। কেউ উঠবেন না। এত নিষ্ঠুর সমালোচনাও এ দেশে হয়। কী সুন্দর ব্রিজ! হাজার হাজার মানুষ দেখতে আসে। আগামী বছর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেবেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটা কি কোনো সরকার করেছে?’
এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বনানী পর্যন্ত কাজ হয়েছে, চট্টগ্রাম সড়ক পর্যন্ত যাবে। সমালোচনা করেন, প্রশংসা করেন না। কে করেছে মেট্রোরেল? আগামী বছর আমরা চালু করতে পারব।
‘আগামী বছর কয়েকটি মেগা প্রজেক্টের ওপেনিং হবে। দেশের চেহারা বদলে যাবে। চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ৭৫ ভাগ কাজ শেষ। আগামী বছর এটিও শেষ হয়ে উদ্বোধন হবে।’
গাজীপুরে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট নিয়েও কথা বলেন সেতুমন্ত্রী কাদের।
তিনি বলেন, ‘দেখুন একটি প্রকল্প যখন করতে যাবেন সেখানে নির্মাণকাজের যন্ত্রণা থাকে। ভোগান্তি হয়ে গেছে বেশি। রাস্তার ড্রেনেজ ব্যবস্থা অনেক খারাপ। কিন্তু এগুলো কি অতীতে ছিল?
‘একটি কোম্পানি নিয়েছে খুব কম দামে। তারা ঘাটে ঘাটে আমাদের সমস্যায় ফেলেছে। প্রধানমন্ত্রী নিজেও দেশটির সাথে কথা বলেছেন। ফান্ডিংয়ের সমস্যা ছিল; গতি পেয়েছে। এই বর্ষাই শেষ বর্ষা। আগামী বর্ষার পরেই আমরা এটি শেষ করতে পারব। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারব। প্রধানমন্ত্রী আগামী বছর চারটি মেগা প্রকল্প উদ্বোধন করতে যাচ্ছেন।’
রাজধানীর বিমানবন্দর সড়কে রমিজউদ্দিন স্কুলের সামনে আন্ডারপাস নির্মাণের কাজও শেষ হয়েছে বলে জানান কাদের।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এটি যেকোনো সময় উদ্বোধন করবেন। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।’
সড়ক পরিবহন বিল নিয়ে ওঠা বিতর্কের জবাব দিতে গিয়ে কাদের বলেন, ‘সড়ক পরিবহন বিল নিয়ে সত্য কথা বলতে চাই। সমস্যা আছে, যখন চেয়ারে বসবেন, অনেক কিছু মোকাবিলা করতে হয়। রুমিন যা বলেছেন, ঠিক নয়। সংশোধিত রূপ এখনও দেখেননি। আইন শাখা ভেটিং করেছে, ওয়েবসাইটে মতামত নিচ্ছি।
‘এ আইনে সাজার কঠোরতা শিথিল করা হয়নি। আইনের কঠোরতা কমানো হয়নি। যা ছিল সেটাই আছে, থাকবে। কিছু ভাষাগত ও প্রতিবেশী দেশের সাথে সামঞ্জস্য রেখে যুগোপযোগী করা হয়েছে। কাটছাঁট করে প্রতারণা আমরা করি না।’