বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আ.লীগের সমাবেশে স্বতন্ত্র প্রার্থীর হামলার অভিযোগ

  •    
  • ২৭ নভেম্বর, ২০২১ ০৯:৪৩

উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী বলেন, ‘জেলা আওয়ামী লীগের নির্দেশনায় কর্মী সমাবেশে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছিলাম। দলীয় কার্যালয়ের ভেতরে বিএনপির সন্ত্রাসীরা হঠাৎ তাণ্ডব চালায়। মূলত আমাকে হত্যা ও ভোটের আগে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই এ হামলা চালানো হয়েছে।’

যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের নির্বাচনি সমাবেশে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতার সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে।

জামদিয়া ইউনিয়নের ভাগুড়া ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলায় ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ১০ জন হলেন ভাগুড়া গ্রামের শাহীন রেজা, জসিম উদ্দিন বুলু, তরিকুল মোল্লা, দেলোয়ার বিশ্বাস, ইদ্রিস বিশ্বাস, মো. লিকু, মো. রনি, মিলন বিশ্বাস, মুরাদ মণ্ডল ও তৌসিফ মণ্ডল।

হাসপাতালে চিকিৎসাধীন ইদ্রিস নিউজবাংলাকে জানান, শুক্রবার রাতে জামদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থী আরিফুল ইসলাম তিব্বতের নির্বাচনি সভায় আসেন বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী।

তিনি বক্তব্য দেয়ার সময় ইউনিয়ন বিএনপির নেতা ও আনারস প্রতীকের প্রার্থী আসলাম হোসেন এবং মোরগ প্রতীকের সদস্য প্রার্থী বিএনপি নেতা মো. সোলায়মানের সমর্থকরা তাদের ওপর হামলা চালান। হামলার নেতৃত্বে ছিলেন সোলায়মান।

তারা চাপাতি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে অফিস ভাঙচুর ও নৌকার সমর্থকদের পিটিয়ে, কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নেয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন জানান, আহতদের মধ্যে লিপুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী বলেন, ‘জেলা আওয়ামী লীগের নির্দেশনায় কর্মী সমাবেশে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছিলাম। দলীয় কার্যালয়ের ভেতরে বিএনপির সন্ত্রাসীরা হঠাৎ তাণ্ডব চালায়। মূলত আমাকে হত্যা ও ভোটের আগে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই এ হামলা চালানো হয়েছে।’

নৌকার প্রার্থী তিব্বত বলেন, ‘নির্বাচনে নিজেদের হার নিশ্চিত জেনেই তারা হামলা চালিয়েছে।’

এ বিষয়ে কথা বলার জন্য আসলাম ও সোলায়মানকে একাধিকবার কল দিলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর