ঝিনাইদহের কালীগঞ্জে বাড়িতে ঢুকে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার দিঘারপাড়া গ্রামে শুক্রবার রাত ৩টার দিকে রেজাউল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
কালীগঞ্জের ত্বত্তিপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের আহাজারি। ছবি: নিউজবাংলা
দিঘারপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শহিদুল ইসলাম জানান, রেজাউল বেশ রাতে বাড়ি ফিরে একা একটি ঘরে ঘুমিয়ে পড়েন। পাশের ঘরে তার স্ত্রী-সন্তানরা ছিলেন। রাত ৩টার দিকে কে বা কারা এসে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
রেজাউলের চিৎকারে পরিবারের সদস্যরা এসে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই রফিকুল বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হবে।’