রাজধানীর রামপুরার বনশ্রীতে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধারের পর অহনা রহমান নামে স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভিমান করে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী।
অহনা রাজধানীর একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ত। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে আনলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
অহনাদের প্রতিবেশী উম্মে ইফাত বলেন, ‘বনশ্রীর জে ব্লকের আটতলা ভবনের ছয় তলায় কান্না শুনে ভেতরে যাই। দেখি অহনার মা কান্না করছে। পরে শুনতে পাই অহনা রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’