পটুয়াখালীর কুয়াকাটায় একটি বাস থেকে প্রায় ১ হাজার ৩০০ কেজি জাটকা জব্দ করেছে র্যাব।
এস এ ট্রাভেল নামে একটি পরিবহন থেকে বৃহস্পতিবার রাতে এসব জাটকা জব্দ করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী সেতুর টোলঘর এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা মাছের পরিমাণ ১ হাজার ২৮০ কেজি। জব্দ করা এসব মাছ পরে স্থানীয় এতিমখানা ও বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাসটির সুপারভাইজার আতিকুল রহমান পলাশকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন পটুয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিন মাহমুদ।
বাসটির সুপারভাইজার আতিকুল রহমান পলাশ বলেন, ‘কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হওয়ার পর মহিপুর মৎস্য বন্দর থেকে ব্যবসায়ীরা ককশিটের প্যাকেটে মাছগুলো আমাদের গাড়িতে তুলে দেন। তখন বুঝতে পারিনি ভেতরে জাটকা ইলিশ আছে।’
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, কিছু অসাধু ব্যবসায়ী রাতের আঁধারে জাটকা অন্য স্থানে পাঠানোর চেষ্টা করেন। এ কারণে তারা বিভিন্ন স্থানের উদ্দেশে রওনা দেয়া ট্রাকগুলোতে নিয়মিত অভিযান চালাচ্ছেন। এখন অসাধু ব্যবসায়ীরা গণপরিবহনে জাটকা পাঠানোর চেষ্টা করছেন। এর আগেও কয়েকটি গণপরিবহনকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন বাজার ও নদীতে তাদের জাটকাবিরোধী অভিযান চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।