সাতক্ষীরার শ্যামনগরে শিশু ধর্ষণের মামলার আসামিকে চার দিন পর খুলনা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
খুলনার সোনাডাঙ্গা থেকে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমিন শ্যামনগরের চাঁদনিমুখা গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১-এর অধিনায়ক ইশতিয়াক হোসাইন।
তিনি জানান, সোমবার বিকেলে চাঁদনিমুখা গ্রামে প্রতিবেশীর পাঁচ বছরর মেয়েকে কতবেল খাওয়ানোর লোভ দেখিয়ে মসজিদের বাথরুমে নিয়ে যান আল আমিন। সেখানেই ওই শিশুকে ধর্ষণ করেন।
এ ঘটনায় শিশুর দাদি শ্যামনগর থানায় মামলা করেন। তার আগেই আল আমিন এলাকা ছেড়ে আত্মগোপনে যান।
র্যাব কর্মকর্তা আরও জানান, আল আমিনকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।