দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত পূবর্বর্তী ২৪ ঘণ্টার এই সময়কালে নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে ২৩৯ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজন পুরুষ, বাকি দু’জন নারী ও শিশু। অন্য দু’জনের একজন চল্লিশোর্ধ্ব এবং একজন পঞ্চাশোর্ধ্ব। একজন ঢাকা ও দুজন খুলনার বাসিন্দা।
বাকি ছয় বিভাগে কোনো মৃত্যু নেই।
গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, কোনো দেশে টানা দু’মাস নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে সে দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে বলে ধরে নেয়া হয়। সরকারের লক্ষ্য এই হার শূন্যের কোটায় নামিয়ে আনা।