বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভূমিকম্প: দোতলা থেকে লাফ দিয়ে আহত চবির ছাত্র

  •    
  • ২৬ নভেম্বর, ২০২১ ১৩:৫৮

আহত হোসাইন বলেন, ‘আলাওল হল আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরোনো হল। এর স্থায়িত্ব নিয়ে অনেকেই সন্দিহান। ভূমিকম্পের সময় আমার মাথায় এটাই কাজ করছিল। দুই তলা থেকে সহজে নামার পথ নাই। তাই আমি লাফ দেই। কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছি।’

ভূমিকম্পের সময় ভয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী আবাসিক হলের দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

আহত হোসাইন আহমেদ রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র।

হোসাইন নিউজবাংলাকে বলেন, ‘আলাওল হল আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরোনো হল। এর স্থায়িত্ব নিয়ে অনেকেই সন্দিহান। ভূমিকম্পের সময় আমার মাথায় এটাই কাজ করছিল। দুই তলা থেকে সহজে নামার পথ নাই। তাই আমি লাফ দেই। কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছি।’

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক প্রাথমিকভাবে পেইন কিলার খেতে বলেছেন। এরপর এক্স-রে করানোর পরামর্শ দিয়েছেন।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, উৎপত্তিস্থল মিয়ানমারে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৩২ দশমিক ৮ কিলোমিটার।

এ বিভাগের আরো খবর