বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্রামীণফোন এবারও সেরা করদাতা

  •    
  • ২৬ নভেম্বর, ২০২১ ০২:২০

অনুষ্ঠানে ২০২০-২১ অর্থবছরে জাতীয় কোষাগারে সর্বোচ্চ পরিমাণ কর দিয়েছে এমন ৭৫ জন ব্যক্তি ও ৬৬ প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ড সর্বোচ্চ করদাতার স্বীকৃতি দেয়। সেখানেই গ্রামীণফোনের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইয়েন্স বেকারকে ট্যাক্স কার্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।

দেশে এবারও সেরা করদাতার পুরস্কার পেয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। ২০১৫-১৬ কর বছর থেকে টানা ষষ্ঠবারের মতো এ স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ২০২০-২১ কর বছরে টেলিযোগাযোগ বিভাগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বোচ্চ করদাতার পুরস্কার পেয়েছে গ্রামীণফোন। তবে কী পরিমাণ কর তারা দিয়েছে তা জানায়নি প্রতিষ্ঠানটি।

সর্বোচ্চ করদাতাদের কার্ড এবং ক্রেস্টের মাধ্যমে স্বীকৃতি দিতে বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে এনবিআর। সেখানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইর সভাপতি জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

অনুষ্ঠানে ২০২০-২১ অর্থবছরে জাতীয় কোষাগারে সর্বোচ্চ পরিমাণ কর দিয়েছে এমন ৭৫ জন ব্যক্তি ও ৬৬ প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ড সর্বোচ্চ করদাতার স্বীকৃতি দেয়। সেখানেই গ্রামীণফোনের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইয়েন্স বেকারকে ট্যাক্স কার্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়।এর আগে ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ কর বছরের জন্য গ্রামীণফোন টেলিযোগাযোগ বিভাগে জাতীয় রাজস্ব বোর্ডের সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পায়।

টেলিনর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গ্রামীণফোন ৮ কোটির বেশি গ্রাহক নিয়ে শীর্ষ মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। গ্রামীণফোন ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান।

এ বিভাগের আরো খবর