চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
উপজেলার কাটিরহাটে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে পুলিশের পরিদর্শক মুক্তার হেসেন।
নিহতদের মধ্যে একজনের নাম জাবেদ বলে জানতে পেরেছে পুলিশ।
মুক্তার হোসেন নিউজবাংলাকে বলেন, ‘নাজিরহাট থেকে সিএনজিচালিত অটোরিকশাটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। এটি কাটিরহাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাস চাপা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত ব্যক্তিকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাস রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন।